মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

টেস্টের প্রতি খেলোয়াড়দের আগ্রহ কমতেই থাকবে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ১০:১৫ পিএম

গতকাল হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। পরিবারের সঙ্গে সময় দেয়ার কথা বলে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তবে ডি ককের এমন সিদ্ধান্ত ক্রিকেটের জন্য অশনি সংকেত বলে মনে করেন দক্ষিণ আফ্রিাকার সাবেক ওপেনিং ব্যাটসম্যান আলভেরো পিটারসেন৷ তিনি মনে করেন ডি ককের পথে হাঁটতে পারেন অন্যরা৷ তার মতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এর জন্য দায়ী।

প্রোটিয়াদের হয়ে ৩৬টি টেস্ট খেলে পাঁচটি সেঞ্চুরি করা এ ওপেনার বলেন, ‘সত্যি বলতে এমন সিদ্ধান্তে আমি অনেক অবাক হয়েছি৷’

‘আমি অবাক হয়েছি৷ কিন্তু আপনাকে বুঝতে হবে বিশ্বব্যাপী লোভনীয় টি-টোয়েন্টি লিগ, ইউকে এর দি হান্ড্রেডের মতো টুর্নামেন্ট খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন করে দিয়েছে। আগে টেস্ট ছিল সবার উপরে। কিন্তু এখন সবাই অর্থনৈতিক বিষয়টি দেখছে। প্রাধান্য দেয়া হচ্ছে না টেস্টকে, কারণ তারা জানে টি-টোয়েন্টি লিগে দল পেতে এজন্য সমস্যা হবে না।’

‘আমি মনে করি এটি তার জন্য ভালো মনে করেছে। তবে আমরা ভবিষ্যতে এমনটি আরো দেখতে যাচ্ছি। যেখানে তারা শুধু সাদা বলের ক্রিকেট ও টি-টোয়েন্টি লিগগুলোতে খেলবে কারণ টেস্ট ক্রিকেট অনেক সময় নিয়ে নেয়।’

এদিকে ২৯ বছর বয়সী ডি কক মাত্র ৫২টি টেস্ট ম্যাচই খেলেছেন৷ তিনি বিশ্বব্যপী টি-টোয়েন্টি লিগগুলোতে খেলে থাকেন। আইপিএলে তার বেশ ভালোই কদর আছে। মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলোর হয়ে খেলেছেন তিনি৷

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন