শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ভারতের বিপক্ষে জিতল বাংলাদেশের যুবারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ৯:৪২ পিএম

বিশ্বকাপের প্রস্তুতির জন্য দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বর্তমানে ভারতে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দল। সেখানে প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে ২ উইকেটে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে। সোমবার কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে হারনুর সিংয়ের অনবদ্য ১১১ রানের ইনিংসে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল ৪৮.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪৫ তুলে। এসকে রাশেদ করেন ৩০ রান। বাংলাদেশের সাকিব ৫০ রানে শিকার করেন ৩ উইকেট। জবাবে মাহফিজুলের ৯১, মেহরাবের অপরাজিত ৩৮ ও প্রান্তিকের ৩৫ রানের সুবাদে বাংলাদেশ যুব দল ৪৮.২ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান করে ম্যাচ জিতে নেয়। ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের হাঙ্গারগেকার ৪৭ রানে পান ৩টি উইকেট। বাংলাদেশ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে আগামীকাল ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন