জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব দিকে মুসল্লিদের যাতায়াতের রাস্তা অবৈধ দখলের তীব্র নিন্দা ও প্রতবাদ জানিয়ে অবিলম্বে রাস্তাটি পুনরুদ্ধার করে মুসল্লিদের যাতায়াতের সুবিধা করে দেয়ার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয়স্থান। বায়তুল মোকাররমের সাথে দেশের ৯২ শতাংশ সংখ্যাগরিষ্ঠ জনগণের আবেগ ও অনুভূতি জড়িত। জাতীয় মসজিদের সম্পদ, রাস্তা বেহাত ও অবৈধ দখলের ঘটনা দেশের আপামর জনসাধারণ কখনো মেনে নিবে না। তিনি আরো বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব দিকের রাস্তা অবৈধ দখলের চেষ্টায় দেশের অন্যান্য জমির অবৈধ দখল, অনিয়ম ও দুর্নীতির চিত্র ফুটে উঠেছে। এমনকি জাতীয় মসজিদের জায়গা ও রাস্তাও আজ নিরাপদ নয় বলেও এসময় তিনি মন্তব্য করেন। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি লক্ষ্য করে অনতিবিলম্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব দিকের রাস্তার ওপর পার্ক নির্মাণ বন্ধ করে মুসল্লিদের যাতায়াতের জন্য পুনরায় খুলে দেয়া জোর দাবি জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন