শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাগঞ্জে যুবতীর রহস্যজনক মৃত্যু

মির্জাগঞ্জ(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ৪:৪১ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে মর্জিনা আক্তার (২০) নামের এক কলজে পড়ুয়া যুবতীর রহস্যজনক মৃত্যু হয়ছে।
রবিবার (১৬ জানুয়ারী ) দুপুর ১ টায় উপজেলার মির্জাগঞ্জ ইউনয়িনরে আন্দুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মর্জিনা আক্তার ওই গ্রামের মজনু হাওলাদারের মেয়ে ও মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
মৃতের পিতা জানান,সকালে মেয়েকে বাড়ি রেখে তারা নিকট আত্মীয় মারা যাওয়ায় সবাই সেখানে গিয়েছিল। দুপুরের সময় ফিরে আসলে ঘরের সামনে এসে মেয়ের নাম ধরে ডাকাডাকি করলে কোন সাড়া-শব্দ না পেয়ে ঘরের বারান্দায় গিয়ে খাটের উপরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার হোসেন তালুকদার বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন