শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শাবির ৫ শিক্ষক ঢাকায়, শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের অপেক্ষায় !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১:৩০ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিরাজমান পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপুর মনির সঙ্গে বৈঠকের জন্য পাঁচজন শিক্ষক অবস্থান করছেন বর্তমানে ঢাকায় । গতরাতে সিলেট থেকে ঢাকায় যান তাঁরা। এই প্রতিনিধি দলের সঙ্গে আজ শনিবার ‘বিকালে বা সন্ধ্যায়’ শিক্ষামন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে। মূলত বৈঠকের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদমাধ্যমকে বলছিলেন, শাবিপ্রবির কয়েকজন শিক্ষক শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছেন। তারা শিক্ষামন্ত্রীর কাছে সময় চেয়েছেন। দুপুরে গাজীপুরের একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর যুক্ত হওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠান শেষে বিকেলে বা সন্ধ্যায় এ বৈঠক হতে পারে। শাবির শিক্ষকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাশ, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. খায়েরুল ইসলাম রুবেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন