শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ৮:০৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তার ধারে পড়ে থাকা অবস্থায় হযরত আলী (৪৮) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হযরত আলী নগর কাঠগড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। শনিবার বিকেলে খবর পেয়ে পুলিশ উপজেলার বামনডাঙ্গা হল মোড়স্থ শিউস অটো ব্যবসা কেন্দ্রের সামনে রাস্তার ধার থেকে তার লাশ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে অধিক ঠান্ডায় মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, লোকটা ছিলো পাগল। প্রায় এক সপ্তাহ ধরে তিনি দিন শেষে রাতে শিউস অটো ব্যবসা কেন্দ্রের বারান্দায় ঘুমাতেন। জীবন চলতো তাঁর হাত পেতে। এ জন্য তিনি কখনো কাউকে চাপও দিতেন না। পরনে তাঁর শীতের তেমন কোন ভারী কাপড়ও ছিলো না। হঠাৎ বিকাল ৩ টার দিকে তিনি কাঁপতে কাঁপতে রাস্তার ধারে পরে যান। পরে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন তাঁর মৃত্যু হয়েছে। স্বজনরা তার লাশ নিজ বাড়িতে নিয়ে যান।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শফিকুজ্জামান বলেন, ‘রাস্তার ধারে পড়ে থাকা অবস্থায় মানসিক ভারসাম্যহীন হযরত আলীর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে দেয়া হয়েছে। নিহতের শরীরে সন্দেহ করার মতো কোন আলামত পাইনি। অসুস্থ্যতা ও অধিক ঠান্ডায় তাঁর মৃত্যু হতে পারে। তবে এ ব্যাপারে একটি ইউডি মামলা করতে বলা হয়েছে নিহতের স্বজনদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন