বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বোয়ালমারীতে ছেঁড়া টাকা পাল্টাতে দিয়ে লাখ টাকা নিয়ে চম্পট

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১০:১২ পিএম

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদর বাজারের অগ্রণী ব্যাংক থেকে ৫০০ টাকার একটি ছেঁড়া নোট পাল্টাতে দিয়ে এক লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক রাশিদা বেগম স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রোববার (২৩ জানুয়ারী) এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম অগ্রণী ব্যাংক বোয়ালমারী শাখায় তার নিজ একাউন্ট থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করার সময় তার পাশে থাকা একজন অপরিচিত লোক টাকা গুনে দেওয়ার সময় একটি ছেঁড়া ৫০০ টাকার নোট দিয়ে ক্যাশ কাউন্টার থেকে পাল্টিয়ে আনতে বলে। ওই মহিলা নোট পরিবর্তন করে এসে দেখে সেই লোক আর নেই। এ সময় চোর একটি বাটন মোবাইল ফেলে যায়।

অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. রেজাউল শেখ গণমাধ্যম কে বলেন, শুনেছি এক গ্রাহক টাকা তুলে একজন অপরিচিত লোক দিয়ে টাকা গুনাচ্ছিল। পরে ওই টাকা নিয়ে সে পালিয়ে গেছে।

এ ঘটনায় রাশিদা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চোরের ফেলে যাওয়া মোবাইল এবং ব্যাংকের সিসি টিভির ফুটেজ অভিযোগের সাথে জমা দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন