শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভুয়া এপিএস গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১১:৪২ এএম

রাজধানীর তেজগাঁওয়ের নাজনীনবাগ এলাকা থেকে চন্দ্রশেখর মিস্ত্রি (৪২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ জানায়, গ্রেফতার প্রতারক চন্দ্রশেখর মিস্ত্রি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার, প্রধানমন্ত্রীর এপিএস, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস, মন্ত্রিপরিষদ সচিবের পিএস, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগ, বদলি, স্কুল-কলেজে ভর্তি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রেরণ, গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ পাস ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করিয়ে দেওয়ার কথা বলে শতাধিক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

তার প্রতারণার বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে বলে জানায় ডিএমপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন