শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

হ্যাটট্রিক শিরোপায় চোখ রবিনহোর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ৮:৩১ পিএম | আপডেট : ১০:৩০ পিএম, ৩০ জানুয়ারি, ২০২২

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াচ্ছে ৩ ফেব্রুয়ারি থেকে। শুরুতে ৭টি ভেন্যুতে বিপিএলের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শনিবার লিগ কমিটির সভায় ৪টি ভেন্যুর কথা বলা হয়েছে। রোববার আরও একটি ভেন্যু কমে যাওয়ার আভাস মিলেছে। প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ভেন্যু সংখ্যা কমে গেলেও ১২ দলের অংশগ্রহণে বিপিএলে কিন্তু প্রতিদ্বন্বিতার ঝাঁজ একটুও কমছে না। বড় দলগুলোর সঙ্গে এবার হুঙ্কার দিচ্ছে মাঝারি কিংবা অপেক্ষাকৃত ছোট দলগুলোও! লিগকে সামনে রেখে রোববার বনানীর একটি অভিজাত হোটেলে ‘প্রাণের খেলা ফুটবল’ শ্লোগানে অনুষ্ঠিত হলো বিপিএলের লোগো উন্মোচন ও ক্যাপ্টেন্স মিট। এ অনুষ্ঠানেই নিজেদের লক্ষ্যের কথা জানান লিগে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি, সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক, মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান টিভিএস অটো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর জে. ইকরাম হোসেন, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, টি-স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক এবং কে-স্পোর্টসের ডাইরেক্টর আশফাক আহমেদ ।

ক্যাপ্টেন্স মিটে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো জানান, প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা জিততে মুখিয়ে আছেন তিনি। তার কথায়, ‘এখানে খেলতে পেরে খুবই খুশি আমি। ব্রাজিলে থাকা পরিবার ও বন্ধুরাও খুশি। একটা কাপ (ফেডারেশন কাপ) মিস করেছি, এটা কোনও ব্যাপার নয়, এটাই ফুটবল। কখনও জিতবো, কখনও হারবো। কিন্তু চেষ্টা করবো লিগ শিরোপা জেতার।’ ট্রেবল জয়ের অপেক্ষায় থাকা ঢাকা আবাহনীর অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন বলেন, ‘আমরা লিগের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। যদিও সহজ নয়, তবে শিরোপা জিততেই খেলবো এবং আশা করি শিরোপা জয় করে ট্রেবল জিতবো।’

লিগ শিরোপা ঘরে তুলতে চান সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূইয়াও। তবে কঠিন চ্যালেঞ্জের কথাও মাথায় রাখতে হচ্ছে তাকে,‘অবশ্যই আমরা এ বছর শিরোপা জয়ের চেষ্টা করবো। যদিও কঠিন। সিনিয়র সহ-সভাপতি (সালাম মুর্শেদী) বলেছেন, ৫ থেকে ৭টা দল শিরোপার জন্য লড়বে এবার। আমরাও সর্বোচ্চ চেষ্টা করবো।’ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মালির অধিনায়ক সোলেমানে দিয়াবাতে অবশ্য লিগে সেরা চারটি দলের একটি হতে চাইছেন। তিনি বলেন, ‘আশা করি মোহামেডান এবারের লিগে ভালো করবে। সেরা চারে থেকেই লিগ শেষ করতে চাই আমরা।’ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জাপানি অধিনায়ক তেতসুয়াকি মিসুয়া মজা করে বলেন, ‘আই লাইক কাচ্চি বিরিয়ানি।’ তবে তাকে বিরিয়ানির লোভ সামলাতে বললেন রহমতগঞ্জের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ। এই বিরিয়ানি খাওয়ার লোভ সামলাতে না পারলে যে ফিটনেসের অবস্থা করুণ হতে পারে, সেই ব্যাপারেও সতর্ক করলেন কিরণ,‘শুধু বিরিয়ানি খাওয়ার কারণে পেট বেড়ে গিয়েছিল। এগুলো তো ক্লাব করে না, ব্যক্তিগতভাবে করি। তো আমরা চাইলেই এই অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারি।’ শেখ রাসেল ক্রীড়া চক্রের অধিনায়ক আশরাফুল ইসলাম রানা বলেন, ‘আসলে জেমি ডে আসার পর থেকে আমাদের কিছু পরিবর্তন এসেছে। আমাদের স্থানীয় খেলোয়াড়দের খাবারের প্রতি দুর্বলতা আছে। এখন আমাদের ফিটনেসের উন্নতি হয়েছে।’ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গাম্বিয়ান অধিনায়ক সলোমন কিং অবশ্য গোলের সংখ্যা বাড়াতে চান, ‘ব্যক্তিগতভাবে আমি গোল করতে চাই এবারের লিগে। কিন্তু দলীয়ভাবে আমরা যত বেশি গোল করব, দলের জন্য সেটা আরও ভালো। আমি আশা করি, আমরা ব্যক্তিগতভাবে নয় দলীয়ভাবে আরও বেশি গোল করব লিগে।’

এদিকে লিগের ভেন্যু আরও কমতে পারে বলে জানা গেছে। চারটি নয়, তিনটি ভেন্যুতে আপাতত হবে বিপিএলের খেলা। কারণ করোনাঝুঁকিতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে খেলা চালানোর অনুমতি এখনও পায়নি বাফুফে। ফলে বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামেই আপাতত হবে লিগের খেলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন