শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রাশিয়ার হামলায় ইউক্রেনের দুই ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ৪:১০ পিএম

গত এক সপ্তাহ ধরে ইউক্রেনের ওপর ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইতিমধ্যে রুশ বাহিনীর আক্রমণে বহু ইউক্রেনীয়র মৃত্যু সংবাদ পাওয়া যাচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অসংখ্য স্থাপনা মাটির সঙ্গে মিশে গেছে। অবশ্য ইউক্রেনীয়রাও প্রতিরোধ-যুদ্ধ শুরু করেছেন।

ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে সাধারণ মানুষও দেশ রক্ষায় অস্ত্র হাতে তুলে নিচ্ছে। বাদ যাননি ক্রীড়াক্ষেত্রের তারকারাও। তাদের কেউ কেউ আবার যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দুজন ফুটবলারের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন (ফিফপ্রো)।

ফিফপ্রো জানায়,‘গত শুক্রবার ভিটালি সাপিলো (২১) এবং দিমিত্রি মার্টিনেঙ্কো (২৫) নামের ওই দুই তরুণ ফুটবলার রুশ সামরিক বাহিনীর হামলায় মৃত্যুবরণ করেন। এর মধ্যে সাপিলো ইউক্রেনের ঘরোয়া শীর্ষ লিগের ক্লাব কার্পাথিয়ানস লভিভের বয়সভিত্তিক দলে খেলতেন। আর মার্টিনেঙ্কো খেলতেন রাজ্যভিত্তিক ক্লাব এফসি গোস্টোমেলে। রুশ বাহিনীর হামলার সময় নিজ বাড়িতেই ছিলেন এই দুই ফটবলার।

এদিকে ‘বিবিসি’-এর খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ১৩ শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল জানান, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। যুদ্ধে প্রায় ৪০০ মানুষ আহত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
kanchon ২ মার্চ, ২০২২, ৪:৫৯ পিএম says : 0
Jati songo Ke Kaj?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন