বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে যে দ্বন্দ্ব তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। একইসঙ্গে তিনি পদত্যাগ করারও চিন্তা করেছিলেন বলে জানিয়েছেন। গত বৃহস্পতিবার ট্র্যাপ নামে একটি সিনেমার শুটিংয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। আমি নিজে থাকি বা না থাকি, আপনারা এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করুন। সকলের প্রতি আমার এই অনুরোধ। সাধারণ সম্পাদক পদের দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, আমি বিরক্ত। আমার মনে হয়েছিল, কেন আসলাম এখানে! পদত্যাগ করার মতো চিন্তা করছিলাম। কারণ এগুলো আমার ভালো লাগে না। এসময় ইলিয়াস কাঞ্চনের পাশে ছিলেন হাইকোর্টের রায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফিরে পাওয়া চিত্রনায়ক জায়েদ খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন