সরাসরি ইতালিতে কন্টেইনারবাহী রফতানি পণ্য নিয়ে আরো একটি জাহাজ আজ শনিবার চট্টগ্রাম বন্দর ছাড়ছে। ‘এএসটি মাল্টা’ জাহাজটি মোট ৬৫ বক্সে ১২৯ টিইইউএস কন্টেইনার পণ্য সরাসরি নিয়ে যাবে ইতালির রেভেনা বন্দরে। এরমধ্যে ১৭ বক্স ৩১ টিইইউএস কন্টেইনার গত ৭ ফেব্রুয়ারি সরাসরি ইতালির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাহাজ এমভির সোঙ্গা চিতার। সময়মতো কন্টেইনার পণ্য বোঝাইয়ের কাজ শেষ করতে না পারায় জাহাজটি ছেড়ে যাওয়ার দিন ৩১ টিইইউএস কন্টেইনার রেখেই রওনা দিয়েছিল। এর আগে গতকাল শুক্রবার সকালে এএসটি মাল্টা চীন, কলম্বো হয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটিতে ভিড়ে। চট্টগ্রাম-ইতালি রুটে দুটি কন্টেইনার জাহাজের অনুমোদন দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সোঙ্গা চিতা’ এবং ‘কেপ ফ্লোরেস’ জাহাজ দুটি ইতোমধ্যে এই রুটে চলাচল শুরু করেছে। এরমধ্যে সোঙ্গা চিতা জাহাজটি গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ৪৯৩ বক্সে মোট ৯৫২ টিইইউএস রফতানি পণ্যবাহী কন্টেইনার নিয়ে রওনা দেয়। ইতালির রেভেনা বন্দরে কন্টেইনার খালাস শেষে জাহাজটি গতকালই চট্টগ্রাম বন্দরের পথে যাত্রা শুরু করেছে বলে জানা গেছে। চট্টগ্রাম থেকে সরাসরি ইউরোপের দেশে পণ্য পরিবহন শুরু হওয়ায় সেসব দেশে বাংলাদেশী পণ্যের বিশেষ করে তৈরী পোশাকের বাজার বাড়ছে। যা সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন