বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

প্র:- নামাযের সামনে দিয়ে যাওয়ার সীমারেখা কি? কতটুকু দূর দিয়ে অতিক্রম করা যায়?
উ:- বড় মসজিদ বা ময়দানে নামাযরত ব্যক্তির সিজদাহর স্থানের দিকে নযর রাখা অবস্থায় স্বাভাবিক দৃষ্টি যে পর্যন্ত যায়, সে সীমার মধ্য দিয়ে অতিক্রম করা নিষেধ। আর ছোট মসজিদ বা ঘরের ভিতর সুতরাহ বা যথাযথ আড়াল ছাড়া নামাযের সামনে দিয়ে যাওয়া গোনাহের কাজ।
প্র:- নামাযী ব্যক্তি যদি উঁচু স্থানে থাকে আর নীচ দিয়ে যদি লোকজন যাতায়াত করে তাহলেও গোনাহগার হবে?
উ:- নামাযী ব্যক্তি যদি অতিক্রমকারী লোকদের মাথার উপর অবস্থান করে তাহলে কোন অসুবিধা নেই। অন্যথায় সুতরাহ বা আড়াল দিয়ে যেতে হবে।
প্র:- কোন্ কোন্ কারণে নামায ছেড়ে দেয়া ওয়াজিব?
উ:- ১. পেশাব-পায়খানার অতিরিক্ত বেগ হলে। ২. বিপদে পড়ে কেউ আর্তনাদ করে সাহায্য চাইলে। ৩. আগুনে জ্বলে বা পানিতে ডুবে মরতে লাগলে, তাকে বাঁচানোর জন্যে। ৪. অন্ধকে গর্ত বা কূপ থেকে বাঁচানোর জন্যে। ৫. মুসাফিরের বাহন হারিয়ে যাওয়ার উপক্রম হলে।
প্র:- মাটিতে নামাযরত ব্যক্তির সামনে কাপড় বা জায়নামায রেখে দিলে, এর উপর সিজদাহ করলে কোন অসুবিধা আছে কি?
উ:- না, কোন অসুবিধা নেই।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন