শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির অব্যাহত তান্ডবে চলতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গভীর রাতে বন্যহাতি সীমান্তবর্তী বারমারী, আন্ধারুপাড়া ও ডালুকোনা গ্রামে তান্ডব চালায়।
স্থানীয়রা জানান, গত সোমববার ভোর রাতে ৩০-৪০টি বন্যহাতি খাবারের সন্ধানে আন্ধারুপাড়াও ডালুকোনা গ্রামে বোরো ফসলের মাঠে নেমে আসে। উঠতি বোরো ধানের ক্ষেত খেয়ে ও পায়ে মাড়িয়ে ব্যাপক ক্ষতি করে। কৃষক লুইস সাংমার ৫০ শতাংশ, হাসমত আলীর ৫০ শতাংশ, জর্জ মারাকের ৭৫ শতাংশ, হালিমউদ্দীনের ৫০ শতাংশ, হোসেন আলীর ৭৫ শতাংশ, লিটন মিয়ার ৫০ শতাংশ, জন মারাকের ৪০ শতাংশ, প্রশান্ত সাংমার ২৫ শতাংশ, অমিত সাংমার ২৫ শতাংশ, ইন্তাজ আলীর ২০ শতাংশ, চাঁন মিয়ার ১৫ শতাংশ ও শাহাব উদ্দিনের ১ একর জমির ধান ক্ষেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে। ধানের ক্ষেত খেয়ে তাÐবে কৃষক হতাশায় পড়েছেন। কৃষকরা বন্যহাতির তাÐব বন্ধসহ সরকারি সহযোগিতার দাবি জানান।
নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করে তাদেরকে প্রণোদনার আওতায় আনা হবে।
বন বিভাগের মধুটিলা ইকোপার্ক রেঞ্জকর্মকর্তা আবদুল করিম বলেন, বন বিভাগের ফরমে ক্ষতিপূরণের আবেদন করা হলে কৃষকদের ক্ষতিপূরণ দেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন