শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংরেজি নববর্ষ সংখ্যা

রাশিয়া-ইউক্রেন স্বেচ্ছায় আলোচনা চালিয়ে নিতে রাজি : তুরস্ক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ৮:২৩ এএম

বুচায় গণহত্যা চালিয়েছে রাশিয়া, গত কয়েক দিন ধরেই এমন অভিযোগ করে আসছে ইউক্রেন। এরমধ্যে বুচা থেকে লাশ উদ্ধারের কয়েকটি ছবিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এসব ঘটনার পরও তুরস্কে চলমান আলোচনা স্বেচ্ছায় সামনের দিকে এগিয়ে নিচ্ছে রাশিয়া-ইউক্রেন। শুক্রবার এমন দাবিই করেছে তুরস্ক। -আল জাজিরা

তুরস্ক জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন স্বেচ্ছায় আলোচনা এগিয়ে নিচ্ছে, যদিও তারা সমঝোতা থেকে এখনও অনেক দূরে আছে। এদিকে আজ শুক্রবার দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের রেলস্টেশনে হামলায় এ পর্যন্ত ৪০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে ইউক্রেন। তবে রেল স্টেশনে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করছে রাশিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন