দুবাইয়ে বিশ্বের ৪০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২২। এতে অংশ নিয়েছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিক্ষার্থী ও শায়েখ নেসার আহমাদ আন নাসেরীর ছাত্র হাফেজ তাওহিদুল ইসলাম।
কয়েকটি রাউন্ড পেরিয়ে গতকাল (৭ এপ্রিল) বৃহস্পতিবার ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হাফেজ তাওহিদুল ইসলাম। তার সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শায়েখ নাসেরী।
তিনি জানান, এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিশ্বের শতাধিক দেশ। কয়েক পর্বের বাছাই শেষে ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হয়েছে ৪০টি দেশ। বাংলাদেশের ফাইনাল রাউন্ড ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি দেশগুলোর প্রতিযোগীতা চলছে। হাফেজ তাওহিদুল ইসলাম ভালো পারফরমেন্স করেছে। তবে ফলাফল জানতে ১৪ রমজান পর্যন্ত অপেক্ষা করতে হবে।
হাফেজ তাওহিদুল ইসলামের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের পাতায় আবারো নতুন করে নাম লিখতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার শিক্ষক।
তিনি বলেছেন, দুবাইয়ে তরিকুল ইসলামের বিশ্বজয়ের পর এবার তাওহিদুল ইসলামের বিশ্বজয়ের অপেক্ষা ইনশাআল্লাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন