রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোটি টাকার পৃষ্ঠপোষক পেল বাহফে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ৮:০৮ পিএম

আসন্ন হ্যাংজু এশিয়ান গেমস হকির বাছাই পর্ব এবং এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য আগের দিন ২০ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বুধবার তারা পেল খুশির খবর। এ দুই টুর্নামেন্টের জন্য কোটি টাকা পৃষ্ঠপোষকতা নিয়ে বাহফের পাশে এসে দাঁড়িয়েছে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড। তারা এক কোটি ১০ লাখ টাকার পৃষ্ঠপোষকতা করছে জাতীয় হকি দলকে। বুধবার তেজগাঁওস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে বাহফের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের হাতে পৃষ্ঠপোষকতার অর্থের চেক তুলে দেন দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী। আগামী ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস বাছাই পর্বের খেলা। যেখানে দলকে নেতৃত্ব দেবেন রেজাউল করিম বাবু। এরপর ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টুর্নামেন্টের খেলা। এই প্রতিযোগিতায় লাল সবুজের হকি দলকে নেতৃত্ব দেবেন খোরশেদুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন