শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘অশণি’ মোকবেলায় পায়রা বন্দর ও খুলনা শিপইয়ার্ড প্রস্তুত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ৫:৫৫ পিএম

ঘূর্ণিঝড় ‘অশণি’র সম্ভাব্য যেকোন পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে পায়রা বন্দর কতৃপক্ষ ও খুলনা শিপইয়ার্ড। সরকারী এ দুটি স্থাপনায় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের তত্বাবধানে সার্বক্ষনিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি সব ধরনের নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

পায়রা বন্দরের নিজস্ব বহরের সব নৌযানগুলো ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল সুহাইল আহমদ-বিএন সোমবার দুপুরে ইনকিলাবকে জানান, আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষনিক নজর রাখছি। আবহাওয়া বিভাগের সাথে নিবিড় যোগাযোগ রয়েছে। সেখান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয়স কিছু করা হচ্ছে। পাশাপাশি বন্দরের নিজস্ব বহরের সব নৌযানের নিরাপত্তা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে খুলনা শিপইয়ার্ডের জেটিতে বার্দিং-এ থাকা নৌযান সহ স্লিপওয়েতে মেরামতাধীন নৌযানসমুহের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষনিকভাবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেও জানা গেছে । 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন