শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জাতীয় স্কুল ফুটবল শুরু বৃহস্পতিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ৮:৩৯ পিএম | আপডেট : ৮:৪২ পিএম, ১০ মে, ২০২২

সারাদেশের ৫১টি স্কুলের অংশগ্রহণে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা। আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ। প্রত্যেক ভেন্যুর চ্যাম্পিয়ন দল তিন হাজার এবং রানার্সআপ দল পাবে দুই হাজার টাকা করে অর্থ পুরস্কার। এছাড়া জেলার চ্যাম্পিয়ন দল পাঁচ হাজার এবং রানার্সআপ দল পাবে তিন হাজার টাকা করে। ২৮ মে ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। তবে এবারের আসরে দেশের ১৩টি জেলার কোন স্কুলই অংশ নিচ্ছে না বলে জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়–য়া। মঙ্গলবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা অনেক স্কুলকেই আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তারা আসেনি।’ এসময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও স্কুল ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর। প্রখর রোদে স্কুলের ছাত্রদের জন্য পানির ব্যবস্থা থাকবে এবং বজ্রপাত এড়াতে খেলা বন্ধও থাকবে বলে জানান বিজন বড়–য়া। জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের ভেন্যুগুলো হলো- গোপালগঞ্জ, ঝিনাইদহ, লালমনিরহাট, নেত্রকোনা, নোয়াখালী, পটুয়াখালী রাজশাহী ও টাঙ্গাইল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
PRITY AKTER ২৮ জুন, ২০২২, ১০:৫৩ এএম says : 0
আমি দোয়েল উচ্চ বিদ্যালয় থিকা বোলতাসি আমাদের স্কুল ও একুনো ফুটবল খেলা সুরু হয় নাই তো আমার ভাল পারফুমঞ্চ কেমোনে করবো তাই আমি চাই জে আমাদের স্কুল এ জেনো খুব তারা তারি ফুটবল খেলা সুরু হয় ভিল : দোয়েল (বাজার), পোস্ট : ডি-কেন্ডুয়া উপজেলা: সরিষাবাড়ী জেলা: জামালপুর, বিভাগ: ময়মনসিংহ
Total Reply(0)
MD. Shakibal Hassan ৬ জুলাই, ২০২২, ৯:২৯ এএম says : 0
খুলনা বিভাগ যশোর জেলার রাজারহাট খানকায়ে অয়াইছিয়া খুব ভালো মানের একটা টিম আছে আমার অনেক জায়গাই থেকে অনেক টূনামেন্ট জয় করেছি কিন্তু আমার এখনো ইন্টার স্কুল খেলতে পারি নি তাই দয়া করে আমাদের একটু খেলার সুযোগ সুবিধা করা হোক বলে আমি মনে করি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন