গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘরে ঢুকে শুয়াগ্রাম হাট বহুমুখি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৪) কে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শুয়াগ্রামে। স্কুল ছাত্রীর বাবা আজ সোমবার জানান শুক্রবার সকালে বাড়িতে মেয়েকে রেখে আমরা স্বামী - স্ত্রী দুজনেই কাজের জন্য বের হয়ে যাই। এসুযোগে পার্শবর্তি রমনী মধুর ছেলে রিয়ন মধু আমার মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে পাশের বাড়ির নরেণ বৈদ্যের স্ত্রী লোকজন নিয়ে এগিয়ে আসলে রিয়ন মধুকে দেখতে পান। বিকেলে আমরা বাড়ি আসলে মেয়ে এবং প্রতিবেশী নরেন বৈদ্যের স্ত্রী বিষয়টি আমাদেরকে জানালে থানায় অভিযোগ দায়ের করি। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্হল পরিদর্শন করেছেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান জানান অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন