রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

প্র:- কোন্ কোন্ কারণে নামায ছেড়ে দেয়া জায়েয?
উ:- ১. সাপ-বিচ্ছু জাতীয় বিষাক্ত প্রাণীকে হত্যা করার জন্যে।
২. জরুরী বাহন বা ট্রেন-বিমান-স্টিমার ইত্যাদি, যা ফেল হলে বড় ধরনের ক্ষতির কারণ হবে; সেগুলো ধরার জন্যে।
৩. মূল্যবান বস্তু বা বেশি পরিমাণ টাকা পয়সা হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার আশংকা দেখা দিলেÑনামায ছেড়ে দিয়ে উপস্থিত কাজটি সেরে, পরবর্তী প্রথম সুযোগেই নামাযটি নতুন করে পড়ে ফেলতে হবে। (গায়াতুল আওতার)
প্র:- জুমআ, যোহর ও আসরের নামাযে ইমামের জন্যে সিজদাহর আয়াত পড়া কি ঠিক?
উ:- না, মাকরূহ। (আলমগীরী)
প্র:- নামাযের মধ্যে একই আয়াত কি বার বার পড়া কি?
উ:- বিশেষ কারণ ছাড়া ফরয নামাযে পড়া মাকরূহ। নফল নামাযে বার বার একই আয়াত পড়াতে কোন অসুবিধা নেই।
প্র:- অনেকে সিজদায় যাওয়ার সময় হাত দিয়ে পাজামা-পাঞ্জাবী সোজা করার চেষ্টা করে থাকে। এটা কি ঠিক?
উ:- এই রকম না করাই উচিত।
প্র:- মা-বাবা ডাকলে নামায ছেড়ে দেয়া যাবে কি?
উ:- যদি ফরয নামায হয় এবং মা-বাবা বিপদগ্রস্ত না হন, তাহলে নামায ছাড়া যাবে না। আর নফল নামায হলে, নামায ছেড়ে তাদের ডাকে সাড়া দিতে হবে। উস্তাদ-শাগরেদ এবং পীর মুরীদের বেলায়ও এই নিয়ম প্রযোজ্য তবে ঐ নামাযটি পরবর্তীতে অবশ্যই আদায় করতে হবে।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন