শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার মৌসুমী বললেন কথাগুলো রাগের মাথায় বলেছি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০২ এএম

জায়েদ খানের সঙ্গে ওমর সানির দ্বন্দ্বে জের ধরে অডিও বার্তায় মৌসুমী যে বার্তা দেন তাতে ওমর সানীকেই তিনি পুরোপুরিভাবে দোষারোপ করেছেন। এ নিয়ে তাদের সংসার ভাঙা এবং মনোমালিন্যের বিষয় নিয়ে দেশজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন মৌসুমী তার এ বক্তব্য থেকে সরে এসেছেন। বলেছেন রাগের মাথায় বলেছি। তার ছেলে ফারদিন জানিয়েছেন, এ বিষয়ে মায়ের সঙ্গে কথা বলেছি। মা বলেছে, দেখ বাবা, আমি তো তখন রাগের মাথায় বলেছি। তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। সেভাবেই বলেছি। আমি কিন্তু মিথ্যাচার করছে সানী, এটা সরাসরি বলিনি। যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি। ফারদিন বলেন, আমার আম্মাকে জিজ্ঞেস করেছিলাম, মা, তুমি অডিওবার্তার প্রথমে ও শেষে কী বললে? বিশ্রী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা সমাধান করতে হবে ঘরোয়াভাবে। এটা মিউচুয়াল করতে গণমাধ্যম পর্যন্ত যাওয়া লাগবে কেন? চলচ্চিত্রের সিনিয়ররা আছেন, তারাই বিষয়টি সমাধান করতে পারেন। ফারদিন বলেন, বিষয়টি নিয়ে যাতে কাদা ছোড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন। এক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানী। আম্মু যদি কোথাও এমন স্টেটমেন্ট দিয়ে থাকেন তবে আমি বলব, এটা ঠিক না। আম্মু আমার সঙ্গে কথা বলেছেন। তিনি চাননি পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক। ফারদিন বলেন, আমার বাবা-মায়ের স¤পর্ক ঠিক আছে। আমি আব্বুকেও পাচ্ছি, আম্মুকেও পাচ্ছি। স্বামী-স্ত্রীর মধ্যে অনেক বিষয় নিয়েই মনোমালিন্য হয়। আমি বিয়ে করেছি, আমাদেরও হয়। এটা তো স্বাভাবিক। আব্বু-আম্মু দুজনই চাচ্ছেন বিষয়টা যেন দ্রæত সমাধান হয়ে যায়। তবে প্রশ্ন হচ্ছে, মৌসুমী কেন ঘরের রাগ বা সংসারের মনোমালিন্যের বিষয় স্টেটম্যান্ট দিয়ে ফলাও করে সংবাদ মাধ্যমে প্রকাশ করবেন? তার মতো তারকার কি এ ধরনের আচরণ করা ঠিক? এর সাথে তো চলচ্চিত্রের শিল্পী, সর্বোপরি চলচ্চিত্রের মানসম্মান জড়িত। এ ঘটনার মাধ্যমে চলচ্চিত্রের শিল্পীদের সম্পর্কে জনমনে কি ধরনের নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, তা কি তিনি বুঝতে পারছেন? পুরো চলচ্চিত্রকে কি তিনি বদনামের ভাগিদার করলেন না?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন