বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজিত নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব-এর প্রতিমাসে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনীর পাশাপাশি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সিনেমা ফাইভ আলাপ-এর আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমাসে চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক পৃথক বিষয় নিয়ে এই আলাপ আয়োজন করা হয়। গত মাসে প্রথমবার আয়োজিত আলাপের বিষয় ছিল চলচ্চিত্রে গল্প বলা। অতিথি বক্তা বা আলাপকারী ছিলেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা। এবার দ্বিতীয় বক্তৃতা বা আলাপের আয়োজন করা হয়েছে। এবারের অতিথি বক্তা বা আলাপকারী চলচ্চিত্র নির্মাতা ও অভিনয়শিল্পী তৌকীর আহমেদ। এবার আলাপের বিষয়: স্বাধীনধারার চলচ্চিত্রে নির্মাতা ও অভিনয়শিল্পী সম্পর্ক। এবারের আলাপে একজন স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতার সঙ্কট ও অভিনয়শিল্পীদের সাথে নির্মাতার সম্পর্কের নানাবিধ দিক আলোচনায় উঠে আসবে। কারণ, স্বাধীনধারার একজন নির্মাতার সার্বক্ষণিক পুঁজির সঙ্কট থাকার পাশাপাশি চলচ্চিত্রটিকে সময় নিয়ে নিখুঁত করবার তাড়না তীব্রভাবে কাজ করে। কিন্তু নির্মাতার এই মনোভাবের কারণে পেশাদার অভিনয়শিল্পীদের সময় ও শ্রমের সম্মানীর বিষয়ে নানা টানাপোড়েন প্রতিনিয়ত তৈরি হয়। এ সকল বিষয় মোকাবেলা করে শেষ পর্যন্ত ভালো চলচ্চিত্র হয়ে ওঠা খুব কঠিন লড়াই। তৌকীর আহমেদ একাধারে নির্মাতা ও অভিনয়শিল্পী। তিনি কাজ করেছেন দেশের গুণী চলচ্চিত্রকারদের সাথে। ফলে আশা করা হচ্ছে, অত্যন্ত কার্যকর একটি আলাপ অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন