শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ধারাবাহিক নাটকে ব্যস্ত হোমায়রা হিমু

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ধারাবাহিক নাটকে অভিনয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী হোমায়রা হিমুর। বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। তারমধ্যে নতুন ধারাবাহিক যেমন রয়েছে, তেমনি প্রচার চলতি ধারাবাহিকও রয়েছে। বর্তমানে তার অভিনীত চলতি ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’, এফ জামান তাপসের ‘কাঁচের ফুল’, ফজলুর রহমানের ‘মির্জা বাড়ির মেয়ে’, জি এম সৈকতের ‘ডিবি’। নাটকগুলো প্রচার হচ্ছে আরটিভি, বিটিভি, চ্যানেল আই এবং এটিএন বাংলায়। এছাড়া বৈশাখী টেলিভিশনে শুরু হয়েছে আকাশ রঞ্জন রচিত ও ফরিদুল হাসান পরিচালিত নতুন ধারাবাহিক নাটক কমেডি ৪২০’। হোমায়রা হিমু বলেন, ‘যে ধারাবাহিকগুলোতে কাজ করছি তার প্রত্যেকটি চরিত্র নিয়ে আমি সন্তুষ্ট। বিশেষ করে নোয়াশালের চরিত্রটি বেশ উপভোগ করছি। যেহেতু আমার গ্রামের বাড়ি নোয়াখালি তাই এই চরিত্রে কাজ করতে ভালো লাগছে। পাশাপাশি অন্য ধারাবাহিকগুলোর জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি।’ এদিকে হিমু এরইমধ্যে শামীম জামানের পরিচালনায় তুলারাশি বিষয়ক একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন। এতে হিমুর সঙ্গে আরো অভিনয় করেছেন শামীম জামান ও অহনা। সরকারি অর্থায়নে এটি নির্মিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন