সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ইমরানুর চমক হতাশায় শেষ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ৮:৩১ পিএম

চমক দিয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু করলেও হতাশায় আসর শেষ করলেন বাংলাদেশের লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় যুক্তরাস্ট্রের ওরিগন শহরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১০.৪৭ স্কোর করে পরবর্তী রাউন্ডে উঠেন তিনি। নিজের হিটে তৃতীয় এবং সব মিলিয়ে চতুর্থ হয়ে ইমরানুর কোয়ালিফাই করেছিলেন। কিন্তু হিটে সাফল্য পাননি তিনি। প্রাথমিক পর্বে জাতীয় রেকর্ড ভাঙ্গলেও দ্বিতীয় রাউন্ডে চোটের কারণে বাদ পড়েন লন্ডন প্রবাসী বাংলাদেশের এই অ্যাথলেট। নামাই হয়নি তার দ্বিতীয় পর্বে। জানা গেছে, শনিবার সকালে চার নম্বর হিটে দৌড়ানোর আগে ওয়ার্মআপ করার সময় পায়ে ব্যাথা অনুভব করেন ২৮ বছর বয়সী ইমরানুর। এরপর আর দৌড়ানোর সুযোগই হয়নি বাংলাদেশের দ্রুততম মানবের। ওরিগন থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তথ্যটি জানান বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু। তিনি বলেন, ‘পায়ের ব্যথার কারণে ইমরানুর হিটে অংশ নিতে পারেননি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছু করতে হয়েছে। তা না হলে সামনে কমনওয়েলথ ও ইসলামিক সলিডারিটি গেমসে তার অংশ নেওয়া কঠিন হয়ে যেতো।’ হিটের দ্বিতীয় পর্বে দৌড়াতে না পেরে অনেকটাই হতাশ ইমরানুর, ‘ওয়ার্মআপের সময় পায়ে ব্যথা পাই। ডাক্তাররা পর্যবেক্ষণ করে না দৌড়ানোর পরামর্শ দেন। বিশ্রামে না থাকলে পরের দুই গেমসে অংশ নেওয়াটা কঠিন হয়ে পড়তো। আমি দৌড়ে অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

গত জানুয়ারি মাসে ঢাকায় জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে দেশের দ্রুততম মানব হয়েছিলেন ইমরানুর। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন। এদিকে ছয় দিনের ব্যবধানে দুটি আন্তর্জাতিক গেমসে অংশ নিতে হবে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে। ২ আগস্ট বার্মিংহামে কমনওয়েলথ গেমস আর ৮ আগস্ট তুরস্কের কোনিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসে ১০০ মিটার স্প্রিন্টের ইভেন্ট রয়েছে। প্রায় এক সপ্তাহের মধ্যে দুটি বড় গেমসে অংশ নেওয়া ইমরানের জন্য বেশ চ্যালেঞ্জের। তবে কমনওয়েলথের তুলনায় ইসলামিক সলিডারিটি গেমসে ইমরানুরের উপর সবারই প্রত্যাশা বেশি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন