বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের প্রবর্তক এবং প্রায় ৩০০ সিনেমার নায়ক জসিম-এর নামে প্রতিষ্ঠিত-‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমী’র ১ম বর্ষ পূর্তি উপলক্ষে আগামি ১৩ ডিসেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) প্রয়াত চিত্রনায়ক জসিম উৎসব-২০১৬ উদযাপন হতে যাচ্ছে। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিবর্গ, সাংবাদিক, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বিশিষ্ট প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, মডেলসহ অন্যান্য কণ্ঠশিল্পীরা এই উৎসবে বাংলাদেশ চলচ্চিত্রে ও দেশের জন্য বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিমের অবদান নিয়ে আলোচনা করবেন। এছাড়া উৎসবে সম্মাননা প্রদান ও নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মডেলদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসব বিষয়ে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল বলেন, এ বছর থেকে প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে বিএফডিসিতে ব্যাপক আকারে চিত্রনায়ক জসিম উৎসব উদযাপন করা হবে। উক্ত উৎসবের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ব্যান্ড দল লাল সবুজের দল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন