শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শো বিজে সুমার দশ বছর

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শো বিজে দশ বছর পার করেছেন লাক্স তারকাভিনেত্রী সুমা আফরোজ। গাজীপুরের মেয়ে সুমা’র মিডিয়াকে সম্পৃক্ততা ঘটে ২০০৫ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে। সে বছর তিনি এই প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন। এর পরপরই তিনি অমিতাভ রেজার নির্দেশনায় লাক্স’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। তবে পারভেজ’র নির্দেশনায় লিটু আনামের সঙ্গে ‘ফেয়ার অ্যা- লাভলী’র বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচিত হন সুমা। এই বিজ্ঞাপনের ‘অভিনয় করবে’ সংলাপটি তখন বেশ জনপ্রিয়তা লাভ করে। যেখানেই সুমা যেতেন সেখানেই তাকে এ সংলাপ শুনতে হতো। এরপর রুমানা রশীদ ঈশিতার নির্দেশনায় সুমা প্রথম ‘এক নিঝুম অরণ্যে’ নাটকে অভিনয় করেন। এটি ছিলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক। তবে ক্যারিয়ারের শুরুতেই অভিনীত আলোচিত নাটক ছিলো সালাহ উদ্দিন লাভলু নির্মিত ঈদ নাটক ‘কঙ্কাবতী’। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। টিভি নাটকে অভিনয় করলেও কিংবা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি অনেকবার। তবে চলচ্চিত্রে অভিনয় করা হয়ে উঠেনি তার। এই মুহূর্তে সুমা মোহন খানের ‘নীড় খোঁজে গাংচিল’, জিএম সৈকতের ‘ডিবি’ ধারাবাহিকে অভিনয় করছেন নিয়মিত। সম্প্রতি তিনি মনির হোসেন জীবনের নির্দেশনায় একটি পাইপের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। গত সপ্তাহে বিএফডিসিতে এর শুটিং হয়েছে। ন্যান্সির গাওয়া ‘ভালোবাসো বলেই’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সুমা। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে সুমার সঙ্গে মডেল হিসেবে আছেন চিত্রনায়ক শিপন মিত্র। ইউটিউবে গানটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। গাজীপুরের মেয়ে সুমা অনার্সে পড়ছেন রাজধানীর উত্তরার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে। এখনো শুটিং করেন তিনি গাজীপুর থেকে এসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন