নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে প্রধান শিক্ষক মিজানুর রহমান (৫৫) কে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার ঘটনায় অভিযুক্তদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও, বিক্ষোভ সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রী বরারব স্মারকলিপি পেশ ও মিছিল করেছে উপজেলার ৪৯টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। সোমবার সকাল ১০টায় একযোগে সব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বর্জন করে প্রায় ৫ শতাধিক শিক্ষক-শিক্ষিকা এ কর্মসূচিতে অংশ নেন। উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহŸায়ক প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে প্রধান শিক্ষকবৃন্দ যথাক্রমে মাহবুবুর রহমান, গৌরপদ মÐল, শাহিনুর রহমান ও বেগম নাজমা জাকির বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা আগামী সাত দিনের মধ্যে অবিলম্বে বাচ্চু মেম্বারসহ অভিযুক্তদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় উত্তরাঞ্চল অচল করে দেয়াসহ বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা ও ওসি শাহরিয়ার খান সমাবেশে এসে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে অবিলম্বে দোষীদের আটকের কার্যকর ব্যবস্থা নেয়ার আশ^াস দেন। পরে শিক্ষক নেতৃবৃন্দ দোষীদের বিচারের দাবিতে ইউএনওর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, ম্যানেজিং কমিটি গঠণকে কেন্দ্র করে দ্ব›েদ্ব গত ২২ নভেম্বর স্কুলে যাওয়ার পথে পাঁচবাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে স্থানীয় ওয়ার্ড মেম্বার বাচ্চু প্রামাণিকসহ ১০/১২ জন হকিস্টিক ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে বাম হাত ও ডান পা ভেঙে দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন