বিনোদন ডেস্ক : প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর নতুন গানের মিউজিক ভিডিও ‘ইচ্ছে করে’। এন, আই, বুলবুলের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন শেখ শান। জি-সিরিজের অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হওয়া ‘মুঠো আকাশ’ অ্যালবামের গান ‘ইচ্ছে করে’। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে নির্মাতা প্রতিষ্ঠান ‘ইনসাইট ইভেন্টসকম’। সম্প্রতি নয়নাভিরাম বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়েছে। গানের মডেল হয়েছেন শপথ ও রিমি। ইনসাইট ইভেন্টসকমের চিফ অপারেশন ডিরেক্টর সজিব সরকার বলেন, বিশ^ায়নের এই সময়ে দর্শক-শ্রোতারা সবসময় বৈচিত্র্যময় মিউজিক ভিডিও দেখতে পছন্দ করেন। তাই আমরাও চেষ্টা করি চমৎকার গান, গল্প, চিত্রায়ন ও লোকেশনের ভিডিও দর্শকদের উপহার দিতে। এই ভিডিওতে আমরা তেমনই কিছু বিষয় রাখার চেষ্টা করেছি। আশা করি, আগামীতেও দৃষ্টিনন্দন আরও মিউজিক ভিডিও আমরা দর্শকদের উপহার দিতে পারবো। ‘ইচ্ছে করে’ গানটির মিউজিক ভিডিও বর্তমানে ইউটিউবে প্রচার হচ্ছে। খুব শীঘ্রই দেশীয় স্যাটেলাই টিভি চ্যানেলের ভিডিওটি প্রচার শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন