বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শহীদ মিনারে এফটিপিও-এর সমাবেশ অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেশীয় চ্যানেলে বিদেশি সিরিয়াল বন্ধসহ ৫ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। গত বুধবার সকাল ১০টা থেকে এই সমাবেশ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। ছোটপর্দার নির্মাতা-কলাকুশলীদের উপস্থিতিতে শহীদ মিনারের পুরো এলাকা সরগরম হয়ে উঠে। এই দিন শুটিং বন্ধ রেখে শিল্পী, পরিচালক, প্রযোজক, পরিচালকসহ নাট্যাঙ্গনের সর্বশ্রেণীর লোকজন শহীদ মিনারে উপস্থিত হন। শুরুতেই মঞ্চে বক্তৃতা রাখেন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশনের আহŸায়ক মামুনুর রশীদ। তিনি বলেন, ‘এতোদিন আমাদের সকলের মধ্যে একাত্বতা ছিল না। আজ এখানে সবার উপস্থিতির মধ্যদিয়ে এটাই প্রমাণিত হলো যে আমরা চাইলে সংগঠিত হতে পারি। আমাদেরকে কেউই ভগ্নাংশে পরিণত করতে পারবে না। আমাদের যে দাবি আছে, সে দাবি পূরণে যেন সংশ্লিষ্টরা ঐক্যমত পোষণ করেন। ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত বলেন, আমরা যেকোনো মূল্যে পাঁচ দফা দাবি আদায় করবো। এটা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাথমিক ধাপ। এরপর দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। অভিনেতা-নির্মাতা আবুল হায়াত বলেন, ব্যবসায়ীদের হাত থেকে নাটককে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। এখন আমরা সজাগ না হলে টিভি নাটকের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। আমি এই সমাবেশকে সমর্থন জানাই। কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় শিল্পী-কলাকুশলীদের এই সমাবেশ। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উল্লেখ্য, এফটিপিও-এর পাঁচটি দাবি হচ্ছে- দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠান বন্ধ, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট বা এজেন্সির হস্তক্ষেপ ব্যতীত চ্যানেলের অনুষ্ঠানসংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রণ, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী এবং কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ কাজ করলেও সরকারের অনুমতি নিয়ে এবং সংগঠনগুলোতে নিবন্ধনের মাধ্যমে করতে হবে, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ এবং ডাউন লিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন