বিনোদন ডেস্ক : শব্দের শরীর নামে এক ঘণ্টার একটি নাটক নির্মিত হয়েছে। আহসান হাবিবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশন নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন অপূর্ব, মৌটুসী বিশ্বাস, সাব্বির আহমেদ, রাহাদ খান, জাবেদুর রহমান, জাফিয়া হক, এস এম কাশেমসহ আরও অনেক। নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, দীপু ভাই আমার দীর্ঘদিনের পরিচিত। এর পূর্বেও আমি তার অনেকগুলো কাজ করেছি। অনেক ভালো কাজ করেন। এই নাটকের গল্পটা অসাধারণ। বিশেষ করে আমার চরিত্রটা বেশ আলাদা। অভিনয় করতে গিয়েও বেশ মজা পেয়েছি। আশা করি দর্শকরা একটু ভিন্নতা পাবে। পরিচালক দীপু হাজরা বলেন, আমি প্রায়শই চেষ্টা করি গল্পটা যাতে একটু ডিফারেন্ট হয়। এই নাটকের গল্পটা একটু ডিফারেন্ট। সবাই বেশ ভালো অভিনয় করেছেন। খুব শীঘ্রই নাটকটি একটি বেরসকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন