শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ভারত সফর থেকে বাদ পড়েছেন পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৬ পিএম | আপডেট : ১:০৯ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০২২

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাইপ্রোফাইল এই রাষ্ট্রীয় সফরের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরে নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। সম্প্রতি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধের বক্তব্য দিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেন তিনি। তাই তাকে এ সফর থেকে বাদ দেয়া হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ড. মোমেন শারীরিক অসুস্থতার কারণে সফরে যাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নিয়ম অনুযায়ী দেশের সরকার প্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার সঙ্গে সফরসঙ্গী হন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরে সফরসঙ্গী হচ্ছেন। তবে শেষ মুহূর্তে তাকে এ সফর থেকে বাদ দেন প্রধানমন্ত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohmmed Dolilur ৫ সেপ্টেম্বর, ২০২২, ২:০১ পিএম says : 0
সব ভাই এক দলে থাকলে এই রকম হবে,রাজনৈতিক তো লুকোচুরি হয়তো উনি বি এন পি তে চলে যাবেন,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন