শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নৃত্যরত অবস্থায় মঞ্চেই মারা গেলেন শিল্পী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৪ এএম

নাচতে নাচতেই মঞ্চে আছড়ে পড়লেন নৃত্যশিল্পী। কিছুক্ষণ পর বোঝা গেল, স্টেজে এভাবে আছড়ে পড়া মোটেই স্বাভাবিক ছিল না। নৃত্যরত অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন যোগেশ গুপ্ত নামের এক নৃত্যশিল্পী। বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে ভারতের জম্মুতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যোগেশ গুপ্ত। পুরুষ হলেও পৌরাণিক নারী-পুরুষ উভয় চরিত্রে অভিনয় শিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গণেশ উৎসব উপলক্ষে এদিন জম্মুর বিসনাহ এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে পার্বতী সেজেছিলেন যোগেশ।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে মঞ্চে আছড়ে পড়েন তিনি। দর্শকসহ সহশিল্পীরাও মনে করেছিলেন নাচ ও অভিনয়ের অংশ হিসেবেই মঞ্চে আছড়ে পড়েছেন যোগেশ। এমন জীবন্ত অভিনয় দেখে মুগ্ধ দর্শক হাততালিও দেয়।

তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেন, ওই অবস্থায় সাহায্য চেয়েছিলেন যোগেশ। কিন্তু দর্শকের হাততালি আর উৎসবের শব্দে কেউ তা শুনতে পাননি। এরপর এক শিল্পী মঞ্চে এসে যোগেশকে তুলে ধরার চেষ্ট করেন। কিন্তু বুঝতে পারেন কিছু একটা ঘটে গেছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

উল্লেখ্য, যোগেশ গুপ্তের ঘটনাটি মর্মান্তিক কিন্তু নতুন নয়। কেননা, ভারতে সাম্প্রতিক কালে বারবার এ ধরনের ঘটনা ঘটেছে। জুনে মারা যান কে. কে। কলকাতায় অনুষ্ঠান করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কে.কে.-র ঘটনা নিয়ে সারা ভারতেই সাড়া পড়ে যায়। যারা বিভিন্ন ক্ষেত্রে লাইভ প্রোগ্রামে অংশ নেন, তারা একটু সতর্ক হয়ে যান। হয়তো একটু ভয়ও পান। এছাড়া মালয়ালাম গায়ক এডাভা বশীরও স্টেজে মারা যান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন