শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার কি তাহলে শাবনূরের সংসার ভাঙল!

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত কিছু দিনে সঙ্গীত ও নাটকের দুই তারকা সালমা ও সারিকার সংসার ভেঙে গেছে। এবার শোনা গেল চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূরের সংসার ভাঙ্গার খবর। তার সংসার ভাঙ্গার খবরটি ইতোমধ্যে চলচ্চিত্রাঙ্গণে বেশ আলোচিত হচ্ছে। অবশ্য দীর্ঘদিন ধরেই শাবনূর ও তার স্বামী অনিক আলাদা বসবাস করছেন। এর কারণ সম্পর্কে তাদের ঘনিষ্ট সূত্র জানায়, শাবনূর চাইছিলেন অনিক তার বাসায় থাকুক। তবে অনিক চাইছেন শাবনূর তার বাসায় থেকে সংসার করুক। এ নিয়ে দুজনের মধ্যে বেশ মনোমালিন্য চলছিল। এখন শোনা যাচ্ছে সংসারই নাকি ভেঙে গেছে। শাবনূরের ঘনিষ্ট একটি সূত্র জানায় শাবনূর বেশ কয়েক মাস ধরে পুত্র সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। কবে ফিরবেন, তার নিশ্চয়তা নেই। তার ঘনিষ্ট সূত্র জানায়, শাবনূরের ভাবগতি দেখে মনে হচ্ছে, তিনি আর সংসার করতে চাইছেন না। পুত্রকে নিয়েই জীবন কাটিয়ে দিতে চাচ্ছেন। স্বামীর সঙ্গেও তেমন যোগাযোগ করছেন না। শাবনূরের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, শাবনূরের সঙ্গে অনিকের বিচ্ছেদ হয়েছে কিনা জানি না, তবে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে ঝামেলা চলছে। দাম্পত্য কলহের কারণে মাস কয়েক ধরেই তারা আলাদা থাকছেন। ঈদুল আজহার পর থেকেই শাবনূর মালয়েশিয়া আছেন বলে শোনা গেলেও তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। এ প্রসঙ্গে শাবনূরের ব্যক্তিগত মেকআপম্যান সেলিম জানান, ম্যাডামের বিষয়ে আমি কিছুই জানি না। অনেকদিন ধরেই আমার সঙ্গে কোন যোগাযোগ নেই তার। এ মাসে আসার কথা থাকলেও কবে আসবেন কিনা জানি না। আর বিচ্ছেদ বা আলাদা থাকার বিষয়ে কোন মন্তব্য করতে চাই না আমি। উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর অনেকটা অলক্ষ্যেই শাবনূর তার চেয়ে বয়সে ছোট অনিককে বিয়ে করেন। এক বছর পর আইজান নামে তাদের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এদিকে শাবনূর অনেকটা অঘোষিতভাবেই চলচ্চিত্রকে গুডবাই জানিয়েছেন। আর ফিরবেন কিনা, তার নিশ্চয়তা নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন