শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ডিএ তায়েবের পরিচালনায় অনাকাঙ্ক্ষিত সত্য

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভিন্ন ভিন গল্পের ধারাবাহিক নাটক অনাকাক্সিক্ষত সত্য প্রতি বৃহস্পতিবার রাত ৭টা ৪০ মিনিটে আরটিভিতে প্রচার হয়। এরই মধ্যে ধারাবাহিকটি ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেছে। ডিএ তায়েবের পরিচালনায় এই বারের পর্বের নাম ‘ভয়’। আজকের পর্বের গল্পে দেখা যাবে, অত্যন্ত সৎ সাহসী ও মেধাবী তরুণ শরীফ। চাকরির সুবাদে তাকে যেতে হয় মফঃস্বলে। তার সাথে ঘটতে থাকে নানা ঘটনা, সেটা ভয়ের, কখনো লজ্জার, কখনো ক্ষোভের, কখনো যন্ত্রণার। একরাশ ভয় তাকে গ্রাস করে। এই ভয় কাটিয়ে সে কি তার পূর্বের নির্ভীক সাহসী চেহারায় ফিরতে পারবে? এমনই একটি ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব। এই পর্বে অভিনয় করেছেন, অপূর্ব, লাবণ্য, লিজা, মাহমুদ, রাব্বি, আলীনূর, রথি, একে আজাদ সেতু, সোহাগসহ আরো অনেকে এবং সঞ্চালনায় আছেন শাহ্জালাল সবুজ। নাট্যরূপ শ্রাবনী ফেরদৌস। পর্ব পরিচালনায় শুভ্র খান এবং প্রযোজনা এসজি প্রোডাকশন। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন