শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঘর ভাঙার কথা অস্বীকার করলেন শাবনূরের স্বামী অনিক

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শাবনূরের সংসার ভাঙার খবর উড়িয়ে দিলেন তার স্বামী অনিক। তিনি খবরটিকে মিথ্যা ও বানোয়াট বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমি বিস্মিত। এ ধরনের খবর কোথায় পায়, কারা রটায়! আমি দেশে ব্যবসার কাজে ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়া যেতে পারছি না। তবে মোবাইলো শাবনূরের সাথে দিনে কয়েকবার যোগাযোগ হয়। আমরা ভালো আছি, সুখেই আছি। তিনি বলেন, শাবনূর অস্ট্রেলিয়ায় সিটিজেনশিপ পেয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে তার থাইরয়েডের চিকিৎসা চলছে। এই সপ্তাহেও দুবার ডাক্তারের কাছে গিয়েছে বলে আমাকে জানিয়েছে। আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। যারা আমাদের ঘর ভাঙার খবর ছড়াচ্ছেন তারা এটা নিজেদেরে কাটতি বাড়াতেই করেছেন। অনিক জানান, এই খবরটি শুনে শাবনূর খুব আহত হয়েছেন। ক্ষোভও প্রকাশ করেছেন। একজন সিনিয়র শিল্পীর প্রতি গণমাধ্যমের এমন দায়সারা, অন্যায় আচরণ মেনে নেয়া যায় না বলে বলেছেন। শাবনূরের দেশে আসা প্রসঙ্গে জানান, জানুয়ারিতেই দেশে ফিরবে। সে আবার চলচ্চিত্রে ফিরবে। আমি যতদূর জানি, তার ফেরার অপেক্ষায় আছেন কয়েকজন নির্মাতা। আর যে সিনেমাগুলোর কাজ বাকি সেগুলোর কাজও শেষ করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শিমুল ১০ ডিসেম্বর, ২০১৬, ১:৫০ এএম says : 0
যারা এ গুজব রটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন