ছবি শেয়ার করার মোবাইল সার্ভিস স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারেন বলে অভিনেত্রী রিস উইদারস্পুন নিজেকে ‘দারুণ’ মা বলে মনে করেন।
৪০ বছর বয়সী অভিনেত্রীটির দুই সন্তান এভা আর ডিকনের বাবা তার সাবেক স্বামী রায়েন ফিলিপে আর চার বছর বয়সী টেনেসির বাবা জিম টথ। তিনি জানান, সোশাল মিডিয়া অ্যাপটি ব্যবহার করতে পারেন বলে তার সন্তানরা তাকে অধিকাংশ মায়েদের চেয়ে চৌকস বলে মনে করে।
“অন্তত আমি জানি স্ন্যাপচ্যাট কীভাবে ব্যবহার করতে হয়। অধিকাংশ মা তা জানে না। আমার সন্তানরা তো আমি স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারি দেখে চমৎকৃত। আমি তাদের সবসময়ই স্ন্যাপচ্যাটে ছবি পাঠাই। সুতরাং নিজেকে আমি দারুণ মা বলে মনে করি,” উইদারস্পুন বলেন।
আসন্ন এনিমেশন চলচ্চিত্র ‘সিং’-এ রিস উইদারস্পুন রোজিটার ভয়েসওভার করেছেন যে ২৫ সন্তানের দেখভাল করার জন্য গান ছেড়ে দেয়। পড়ে সে আবার গানে ফেরে। মাতৃত্ব ছাড়াই একটি চরিত্রকে দেখানো হয়েছে বলে অভিনেত্রীটি সন্তোষ প্রকাশ করেন।
“মা যে একজন মানুষও সেই ধারণাটির জন্য চরিত্রটি ভালো লেগেছে। মা হওয়ার পরও রোজিটার নিজের স্বপ্ন আর প্রত্যাশা আছে... এই বিষয়টি যেন চলচ্চিত্রটি তুলে ধরেছে,” তিনি বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন