বিনোদন ডেস্ক : বছরের শুরু থেকেই নিয়মিত নতুন গান প্রকাশ করে আসছেন আসিফ। এর মধ্যে তিন দিনে পর পর তিনটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে তার। ৪, ৫ ও ৬ ডিসেম্বর প্রকাশ হয়েছে এ গানগুলো। এ ধারাবাহিকতায় টানা ১০টি গান ভিডিওসহ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন আসিফ। তিনি বলেন, আমি র্যানডম কাজ করতে পছন্দ করি। একটা গান প্রকাশ করে দীর্ঘ সময় হারিয়ে থাকা পছন্দ করি না। এখন নিয়মিত গান গাইছি। প্রকাশের অপেক্ষায় আছে অনেকগুলো গান। এ মাসে টানা ১০টি গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। গত বুধবার রাত ১২টার পর একটা গান ইউটিউবে মুক্তি পেয়েছে। তার প্রকাশিত নতুন গানগুলো হলো নীলাম্বরী, এ কেমন জীবন ও ধ্রæবতারা। প্রথম গানটি প্রকাশিত হয়েছে ৪ ডিসেম্বর। রাজীব আহমেদের কথায় গানটির সুর করেছেন আশিকুর রহমান। প্রকাশিত হয়েছে গান এন্টারটেইনমেন্টের ব্যানারে। অন্যদিকে ৫ ডিসেম্বর প্রকাশিত হয় এ কেমন জীবন। এর কথা ও সুর করেছেন তরুণ। ৬ ডিসেম্বর প্রকাশিত হয় ধ্রæবতারা। গানটির কথা লিখেছেন খালেদ আশরাফী এবং সুর-সংগীতায়োজন করেছেন রাজীব হোসাইন। এ কেমন জীবন ও ধ্রæবতারা প্রকাশিত হয়েছে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে আসিফের ইউটিউব চ্যানলে। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন