বলিউডের ভিন্নধর্মী কিছু অসাধারণ চলচ্চিত্র পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। সাম্প্রতিক সময়ে প্রশংসিত ‘আকিরা’ ছাড়াও বেশ কিছু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তিনি জানিয়েছেন অভিনয়ের জন্য তিনি চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দিতেও পারেন, তবে সে জন্য যথেষ্ট সম্মানী পেতে হবে তাকে।
অভিনেত্রী নেহা ধুপিয়ার অডিও চ্যাট শো ‘নোফিল্টারনেহা’তে দেয়া এক সাক্ষাতকারে অভিনয়কে বেছে নেয়ার পেছনে তা যুক্তি উল্লেখ করেছেন।
নেহা তার অভিনয়ের বর্তমান সম্মানীর হার জানতে চাইলে তিনি বলেন : “আমি যদি অভিনয়ের জন্য চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দিই তবে তার অর্থমাণ উল্লেখ করার মতো হতে হবে। এই পরিমাণ বিপুল হতে হবে আর তা না হলে চলচ্চিত্র নির্মাণ ছাড়ব কেন?”
অনুরাগ ‘গ্যাংস অফ ভাসিপুর’, ‘দেব ডি’ এবং ‘দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস’-এর মতো কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন