আলহাজ এ এম এম বাহাউদ্দীন বলেছেন, সঙ্কট না আসলে উজ্জীবিত হওয়া যায়না। আপনাদের জন্য সুযোগ আর সুযোগ আসবে। এদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। ইসলামী লেবাসে সবাই আপনাদের কাছে আসবে। আলেম ওলামাদের মধ্যে কোন বিভেদ নাই। ভারতীয় মোদি অনুসারীরা সরকারের জন্য সঙ্কট তৈরি করছে। তারা ভারতের আদর্শের সরকার দেখতে চায়, আওয়ামীলীগ নয়।আলেমদের দোষ দিয়ে লাভ নাই। সবাই আমাদের কথা শুনবে। কোন অপশক্তি বাংলাদেশে স্থান পাবে না। মোদি অনুসারী, নাস্তিক্যবাদী, ভারতের অনুসারী কারো কোন সুযোগ বাংলাদেশে থাকবে না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মার খাচ্ছে ইউরোপিয়ানরা। সম্পদ চলে যাচ্ছে অন্য হাতে। শনিবার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রের্ছীনের জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন আছে। নাস্তিক কারো কোনো স্থান এদেশে হবে না। ইসলাম বিদ্বেষী কোন কারিকুলাম এদেশে থাকবে না। যে সরকারই থাকুক আলেম ওলামাদের কোন বিরোধ নেই। রাখাইন অঞ্চল মুসলমানদের এলাকা। আল্লাহ তায়লা আমাদের সম্পদ দিয়েছেন। বিশাল সমুদ্র দিয়েছেন। আমাদের চিন্তা করার কোন বিষয় নেই।
ইসলাম বিদ্বেষী কারিকুলাম অবিলম্বে বন্ধ করতে হবে। একটাই দাবি তুলতে হবে। সবাইকে এ বিষয়ে একমত থাকতে হবে। অনেকে ইসলাম বিদ্বেষী মনোভাব প্রকাশ করে সরকারকে বিতর্কিত করছে। এদেশে ইসলামী বিদ্বেষী কোন কাজ হবে না।
সকলে এব্যাপারে একমত থাকতে হবে। কে কোথায় যায় কার সাথে থাকেন সব খবর রাখা হবে। অস্তিত্বহীন কোনো সংগঠনের সাথে থাকবেন না। ইসলাম বিদ্বেষী কারো কাছে যাবেন না। শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি বাংলাদেশের সংস্কৃতিকে লালন করেন না। যারা আলেম ওলামাদের সাথে থাকেন তাদের সাথে থাকতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন