ভারতে চলচ্চিত্রের মন্দা এখনো চলছে। পাঁচশ’ আর হাজার রুপির নোট বাতিলের কারণে যে সঙ্কট সৃষ্টি হয়েছে তা না হলে হয়তো ‘বেফিকর’ আরো কিছুটা ভালো করত। কিন্তু এরপরও যতটা আয় করেছে তা একবারে যে হতাশার তা বলা যায় না। তবে একক ফিল্ম হিসেবে ফিল্মটি আরো কিছুটা ভালো করতে পারত। মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মসের ব্যানারে। রোমান্টিক কমেডি ধারা ফিল্মটি প্রযোজনা ও পরিচালনা করছেন আদিত্য চোপড়া পরিচালিত ও প্রযোজিত রোমান্টিক কমেডি ফিল্ম ‘বিফকর’। ২০০৮ সালের ‘রাব নে বানা দে জোড়ি’র পর এটি আদিত্যর পরিচালনায় প্রথম চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন চলচ্চিত্রটিতে প্রধান দুই ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং এবং বানি কাপুর আর একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। শুক্রবার মুক্তি পেয়ে চলচ্চিত্রটি আয় করেছে ১০.৩৬ কোটি রুপি। শনিবার আর রোববার এটির আয় যথাক্রমে ১১.৬ কোটি রুপি এবং ১২.৬৪ কোটি রুপি। চলচ্চিত্রটির সপ্তাহান্তের আয় ৩৪.৬ সোমবার ফিল্মটির আয় ৫.২ কোটি রুপি আর মঙ্গলবারের আয় ৪.৫ কোটি রুপি। আদিত্য’র ফিল্ম হিসেবে এই আয়কে যথেষ্ট বলা যায় না।
রণবীর কাপুর অভিনীত চলচ্চিত্রের মধ্যে এর আয় পঞ্চম। এর আগে আয় ক্রম অনুসারেÑ ‘বাজিরাও মাস্তানি’, ‘গোলিয়োঁ কা রাসলীলÑ রাম লীলা’, ‘দিল ধাড়কানে দো’ এবং ‘গু-ে’।
আগের সপ্তাহে মুক্তি পাওয়া ‘কাহানি টটু : দুর্গা রানি সিং’শেষ তথ্য অনুযায়ী আয় করেছে ২৬.৬১ কোটি রুপি। এই পর্যায় পর্যন্ত ‘ডিয়ার জিন্দেগি’ আয় করেছে ৬৪.৪৪ কোটি রুপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন