ধুঁকতে ধুঁকতে ঠিকই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গত বছর সুপার টুয়েলভে স্বপ্নের মতো সময় কাটিয়ে সেমিফাইনালে উঠে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। আর এবার কোনোমতে শেষ চারে তারা। গত আসরের তুলনায় ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তারা নিশ্চিতভাবে পিছিয়ে থাকবে। তারপরও বাবর আজমদের অবমূল্যায়ন করবে না নিউ জিল্যান্ড, বললেন পেসার টিম সাউদি।
ভারত ও জিম্বাবুয়ের কাছে হারের পর পাকিস্তানের বিদায় দেখা যাচ্ছিল। কিন্তু নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশকে হারিয়ে সেই দলটি সেমিফাইনালে। যোগ্য দল হিসেবে শেষ চারে তারা, মনে করছেন সাউদি।
সেমিফাইনালে যে কোনও দল ফাইনালে ওঠার দাবিদার বললেন নিউ জিল্যান্ডের পেসার, ‘সেরা চারে ওঠা প্রত্যেক দলের সুযোগ আছে। সম্প্রতি আমরা পাকিস্তানের বিপক্ষে অনেক খেলেছি। আমাদের জানা আছে তারা বিপদজনক দল। তাদের কৃতিত্ব দিতে হয়। সম্ভবত তারা হয়তো মনেই করেনি তাদের সুযোগ খুব বেশি নেই কিন্তু তারা আরেকবার ভালো খেললো। সেমিফাইনালে তারা বড় হুমকি হবে।’
পাকিস্তানকে সমীহ করছে নিউ জিল্যান্ড, বললেন সাউদি, ‘পাকিস্তান ভালো একটা দল এবং বুধবার তাদেরকে পেছনে ফেলতে আমরা সেরাটা দিতে যাচ্ছি। সেমিফাইনাল রোমাঞ্চকর। আশা করি আমরা আমাদের ভালো খেলা অব্যাহত রাখবো।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন