শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার ষড়যন্ত্র তৌহিদী জনতা মেনে নেবে না

বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সংবিধানের মূলনীতি থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহির রাহমানির রাহিমকে বাদ দেয়ার কোনো ষড়যন্ত্র তৌহিদী জনতা মেনে নিবে না। রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয়। এটা নিয়ে চক্রান্ত করার কোন সুযোগ নেই। বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলন ঃ “সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম বাদ দেয়ার ব্যাপারে চিন্তাভাবনা আছে “ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন মন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিলে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের অন্তরে চরম ভাবে আঘাত হানবে। এক বিবৃতিতে তিনি বলেন সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল আছে এবং ভবিষ্যতেও থাকতেই হবে। ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার নামে সংবিধানের মূলনীতি থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহির রাহমানির রাহিমকে বাদ দেয়ার কোনো ষড়যন্ত্র তৌহিদী জনতা মেনে নিবে না। তিনি বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়ে ছিল ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কিছুই করবে না। অথচ ক্ষমতায় আসার সাথে সাথে ইসলাম ও আলেম উলামাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের কৌশল করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মদিনার সনদে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে ছিলেন। আগামীতে মুসলমানদের ভোটে ক্ষমতায় যাওয়ার ইচ্ছে থাকলে ইসলাম বিরোধী সকল কার্যক্রম ও পরিকল্পনা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঃ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান ও প্রচার সম্পাদক মুফতী রফিকুন্নবী হাক্কানী এক যুক্ত বিবৃতিতে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার জন্য অপেক্ষা করতে বলে সংবিধান দিবসে আইনমন্ত্রীর দেয়া বক্তব্যে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংখ্যাগরিষ্ঠ ৯২ শতাংশ মুসলমানদের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম আছে ছিল, থাকবে, এটা গণমানুষের দাবি। তারা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয়। এটা নিয়ে চক্রান্ত করার কোন সুযোগ নেই। সরকারের সুবিধাভোগী কিছু দুস্কৃতিকারী একইভাবে ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রকারীদের এজেন্ডা বাস্তবায়নে শিক্ষাব্যবস্থা থেকে ইসলামী শিক্ষা উঠিয়ে দিয়ে ভিনদেশি শিক্ষা-সংস্কৃতির প্রচলন করতে উঠেপড়ে লেগেছে। তারা বলেন, পীর আউলিয়ার বাংলায় ইসলাম ও মুসলমানদের চিন্তা চেতনা বিরোধী কোনো পদক্ষেপ রাষ্ট্রের পক্ষ থেকে নেয়া হলে তা দেশবাসী অতীতে মেনে নেয়নি, ভবিষ্যতে ও মেনে নেবে না।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঃ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গত শনিবার জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে মর্মে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম বাদ দেয়ার চক্রান্ত হলে এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা ঘরে বসে থাকবে না। অতীতেও রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কুচক্রী মহল অনেক যড়যন্ত্র করে তৌহিদী জনতার গণদাবীর মুখে ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়েছে। আগামীতেও তা সফল হবে না ইনশাআল্লাহ। নেতৃদ্বয় এই ধরনের ধর্মবিদ্বেষী স্পর্ধা দেখিয়ে বক্তব্য দেয়ার কারণে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন