শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিশেষ নাটক গোলাপ কথা

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় বিশেষ নাটক ‘গোলাপ কথা’ প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৯টা ০৫ মিনিটে। হায়দার আনোয়ার খান জুনো-এর রচনা এবং ইদ্রিস হায়দার-এর চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, আরমান পারভেজ মুরাদ, শামীমা নাজনীন, কাজী উজ্জ্বল, আশরাফ কবীর, শফিউল আলম বাবু, চন্দ্রমনি, রাজন, শাওন, রেজা, লিপন প্রমুখ। ১৯৭১ সালে দেশ রক্ষার জন্য পাক হানাদারদের বিরুদ্ধে অনেক মানুষই যুদ্ধ করেছে তার মধ্যে অন্যতম গোলাপ। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাদের ধ্বংস করার জন্য যুদ্ধে যোগদান করেন। সকলকে পাক বাহিনীদের বিরুদ্ধে সোচ্চার হতে বলেন। কিন্তু হানাদার বাহিনীর হাতে গোলাপ ধরা পড়ে যায়। আওয়ালের বাড়িতে আশ্রয়রত অবস্থায় গোলাপকে পাকড়াও করে এবং আওয়ালকে নির্মমভাবে হত্যা করে। তার স্ত্রী সুফিয়া এবং বোন রোকেয়াকে ধরে নিয়ে যায়। গোলাপকে সেলের মধ্য বন্দি করে রাখে পাকবাহিনী, সেখানে গোলাপ দেখতে পায় তার এই যুদ্ধের সহযোদ্ধাদের। রোকন, কুদ্দুস, রশিদ, আনোয়ারÑ তাদের তিন চারদিন কোনো খাবার না দিয়ে নির্মমভাবে অত্যাচার করায় তারা নিস্তেজ হয়ে পড়েছে। তাদের নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে পুড়িয়ে মারার জন্য। কিন্তু গোলাপ, রোকন, কুদ্দুস মুসলমান তাই তাদের নদীর তীরে নিয়ে গিয়ে গুলি করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন