বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে আজ রাত ৯টায় এসএ টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘বিজয়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এসএ হক অলিক। অভিনয় করেছেন অপূর্ব, মম, ম.আ. সালাম এবং অন্যান্য। মাঝ রাতে হঠাৎ করে চিৎকার করে ঘুম থেকে লাফিয়ে ওঠে নোলক। তারই আশ্রিতা তুলি চিৎকার শুনে দৌড়ে আসে। নোলক তুলিকে বলে, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, তবে এর মানে জানি না। তুলি তাকে জানায়, আপা আমি জানি, আপনার পেছনে খারাপ লোক লাগছে। আপনি যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, রাজাকার, দেশপ্রেম এইসব বিষয় নিয়ে পত্রিকায় লেখালেখি করেন। নোলক জবাব দেয়, আমার যতই বিপদ হোক আমি এদেশের বর্তমান প্রজন্ম ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই লিখে যাব। নোলক এদেশের একজন মুখোশধারী রাজাকারের সন্তান। এ পরিচয় পাওয়ার পর থেকে নোলক তার বাবার কাছ থেকে ১৮ বছর ধরে আলাদা থাকে আর তারপর থেকেই তার বিরুদ্ধে সংগ্রাম করে চলেছে। এমন এক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন