শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরে বিত্রনপির গনসমাবেশের মানুষ গাছের ঢালে এবং ভবনের ছাদে

ফরিদপুর থেকে আনোয়ার জাহিদ/ আবুল হাসান সোহেল | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ৩:০৩ পিএম

বিগত ১৪ বছর পর ফরিদপুের মানুষ বিত্রনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের টানা তিনদিন রাজপথে দেখে সবাই খুব খুশী। বহু দুর থেকে আগত হাজার হাজার নেতাকর্মী সমর্থকরাও আনন্দে উৎফুল্ল। পাশা-পাশি এদের একাত্মতা ঘোষনা করছেন স্হানীয় শত শত মানুষ।

বিত্রনপি সমর্থক ও স্হানীয় জনেতা কেন্দ্রীয় নেতাদের দেখতে তাদের বক্তব্য শুনতে গনসমাবেশের মাঠের পাশের গাছের ঢালে এবং স্কুল ভবনের ছাদে অবস্হান নিয়েছে।
এত মানুষ, জনতার ঢল, গনসমাবেশ, বাড়ীর কাছে স্কুলের মাঠ এবং জাতীয় মহাসড়কও মানুুষের স্রোত। ন ১৪ বছর পর মানুষের ঢল দেখে সকলে দেখে অবাক।

পুরো এলাকার মাঠে ঘাটে, চকে,মানুষের বাসাবাড়ি সামনে দুরান্তের নেতাকর্মীরা মুখরিত করেছেন গোটা এলাকা।

কোথাও ভাত রান্না,, খেচুরি রান্না,, কোথাও চলছে হাতে তালুতে করে কেউ পাতায় পাতায় দুপুরের খাবার খাচ্ছেন। যে যেখানে পারছেন সেখানে বসেই পেটের ক্ষুদা নিবারন করছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন