শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরা থেকে ফরিদপুরের গনসমাবেশে সহস্রাধিক মোটর সাইকেলসহ হাজার হাজার নেতাকর্মীর যোগদান

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১১:৪৯ এএম | আপডেট : ১২:০৫ পিএম, ১২ নভেম্বর, ২০২২

ফরিদপুরের বিএনপির গণসমাবেশকে সামনে রেখে সরকারের নির্দেশে এ অঘোষিত বাস ধমর্ঘট উপেক্ষা করে মাগুরা থেকে সহস্রাধীক মোটর সাইকেল নিয়ে বিএনপির নেতাকর্মীরা ফরিদপুরের গনসমাবেশে যোগ দিয়েছেন । মাগুরা জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা এ তথ্য জানিয়ে বলেন, সরকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করলেও মাগুরা থেকে হাজার- হাজার নেতা-কর্মী ইতোমধ্যে ফরিপুর গিয়ে অবস্থান করছেন। বাস যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও শনিবার সকালে বাকি নেতা-কর্মীরা বিকল্প উপায়ে ফরিদপুর রওনা হয়ে গেছেন। এ ছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী শুক্রবার রাত এবং শানিবার সকালে ‘সহস্রাধীক মোটরসাইকেলের বহর নিয়ে মাগুরা থেকে ফরিদপুর সমাবেশে যোগ দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন