শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পথে পথে পুলিশি বাধা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ৮:২০ পিএম | আপডেট : ৮:২৬ পিএম, ১১ নভেম্বর, ২০২২

বিত্রনপির সমাবেশকে ঘিরে থম থমে ফরিদপুর শহর।

সরকারে অঘোষিত
পরিবহন ধর্মঘটের ফলে অন্যান্য জেলা শহর থেকে বিছিন্ন রয়েছে ফরিদপুর। বাস লঞ্চসহ ছোট খাট অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে। রাস্তায় গাড়ী তল্লাশী করছে। এতে সাধারন মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ছে। বৃহওর ফরিদপুরের অন্যান্য জেলা যপমন শরীয়তুর, মাদারীপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, এসব জেলা থেকে কোন যানবাহন আসতে দেওয়া হচ্ছে না। ছোট খাটো অটো,নছিমন করিমন রাস্তায় চলতে দেখলেই পুলিশ সেগুলোকে তল্লাশীর নামে থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। এভাবেই পথে পথে বিত্রনপির নেতাকর্মী দের সমাবেশে স্হলে আসতে বাঁধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ভাঙ্গা বিশ্বরোড মোড়, গোয়ালন্দ মোড়, মাঝকান্দির মোড়, তালমার মোড়, পুকুরিয়ার মোড়, শিবরামপুর মোড়, বসন্তপুর মোড়। এসব মোড় ছাড়াও বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যাপক তল্লাশী চলে। তবে আটকের কোন খবর পাওয়া যায়নি। একই সাথে গতকাল আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কোথাও কোন বাঁধা দেওয়ার খবর পাওয়া যায়নি। বিত্রনপির স্হানীয় নেতারা মনে করছেন, আওয়ামীলীগের দলীয় কর্মসূচী থাকায় তারা রাস্তায় শুক্রবার কোন বাঁধার সৃষ্টি করেননি।তবে সমাবেশেের দিন পরিস্থিতি কি হবে তা বলা কঠিন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন