শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফুটবল বিশ্বকাপের মঞ্চে ভালোবাসার ফুল ফোটালেন মেসি-রোনালদো

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ১১:১৩ এএম | আপডেট : ৩:৪০ পিএম, ২০ নভেম্বর, ২০২২

বিশ্বকাপ ফুটবল যুদ্ধের ময়দানে তারা। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ শিরোপা বিশ্বকাপ খেলতে গিয়েছেন কাতারে। কোথায় প্রতিপক্ষকে খাঁটো করে যুদ্ধের ময়দানকে ধ্বংসস্তুপ বানিয়ে ফেলবেন, কথার লড়াইয়ে মেতে উঠবেন…তারাই কিনা ভালোবাসার ফুল ফোটালেন। শুক্রবার রাতে কাতার পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি দুদিন আগে।

মরুর বুকে তপ্ত গরমে অনুশীলনও করে ফেলেছেন দুজন। দেশের জার্সি গায়ে জড়িয়ে বেশ হাসিখুশি আছেন সময়ের অন‌্যতম সেরা দুই খেলোয়াড়। ফুরফুরে কাটানো এ সময়টাকে দুজন আরো রঙিন করে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ‌্যমের এক পোস্টে।

শনিবারের রাতে প্রায় কাছাকাছি সময়ে দুজন সামাজিক যোগাযোগ মাধ‌্যমে নিজেদের ছবি পোষ্ট করেছেন। তাতে দেখা যায়, মেসি ও রোনালদো মুখোমুখি হয়ে বসে আছেন। দাবা খেলায় মগ্ন দুজন। তবে খেলাটা কোনও দাবার বোর্ডে হচ্ছে না, হচ্ছে দাবার বোর্ডের ডিজাইনে বানানো একটি স্যুটকেসের ওপর। বিখ‌্যাত ব্র‌্যান্ড লুইস ভিটনের ফটোশুটে দুজন অংশ নিয়েছেন। ছবিটি তুলেছেন বিখ‌্যাত আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতন। দুজন ছবিটি যার যার ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, 'জয় হচ্ছে একটি মানসিক অবস্থা।'

বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশনহাউজ লুইস ভুইটন এর আগে দিয়াগো ম‌্যারাডোনা, পেলে ও জিদানকে এক ফ্রেমে নিয়ে হাজির হয়েছিলেন। তবে মেসি ও রোনালদো খেলা চলাকালীন অবস্থায় এক ফ্রেমে হাজির হওয়ায় এই পোস্টকে ‘পিকচার অব দ্যা সেঞ্চুরি’ ও বলছে কেউ কেউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন