শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শান্তির বার্তা ছড়িয়ে শুরু বিশ্বকাপ

ইমরান মাহমুদ | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সূরা আর-রহমান থেকে তেলাওয়াত, ইসলামি ঐতিহ্য আর শান্তির বার্তা ছড়িয়ে পর্দা উঠল ২০২২ ফিফা কাতার বিশ্বকাপের। আবারো বিশ্ব মেতে উঠল ফুটবল রোমাঞ্চে। গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আরব দেশটির ৬০ হাজার আসনবিশিষ্ট দৃষ্টিনন্দন আল বাইত স্টেডিয়ামে ছড়ানো হয়েছে আলোর রোশনাই। বিশ্বকাপের ইতিহাসে শীতকালে এটাই প্রথম আসর। আরব বিশ্বেও এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। এশিয়ায় এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপে সিউলের উদ্ধোধনী অনুষ্ঠান ছিল চোখ ধাঁধানো। কাতার যেন ছাপিয়ে গেল সেটিকেও।
চোখ ধাঁধানো আতশবাজির জন্য উদ্ধোধনী অনুষ্ঠানটি হয় স্থানীয় সময় রাতে। অনুষ্ঠানের শুরুতে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানিকে দেখানো হয় স্টেডিয়ামের বড় পর্দায়। এই সময় উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। ২০১০ সালে সুইজারল্যান্ডে কাতার বিশ্বকাপ আয়োজনের বিড জেতার পর ট্রফি উঁচিয়ে ধরেছিলেন তিনি। এরপরই প্রথা মেনে ট্রফি নিয়ে মাঠে হাজির হন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের সাবেক ডিফেন্ডার মার্সেল দেশাই। তার প্রস্থানের পরই শুরু মূল উদ্বোধনী আয়োজন। শুরুতেই থাকল নাচ, গান। চেষ্টা থাকল কাতারের ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার। এরপরই মঞ্চে আসেন প্রবীণ মার্কিন অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। দরাজ কণ্ঠে ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ অভিনেতা শোনালেন বিশ্বকাপের পথ পরিক্রমা। তার সাথে কথোপকথনে ইসালামে এক সঙ্গে শান্তিতে বসবাসের শক্তির বার্তা শোনালেন কাতারি ইউটিউবার ঘানিম আল মুফতাহ । এরপর আবার শুরু হয় গান। এবার কাতারের ঐতিহ্যবাহী পোশাক পরে আসেন একদল শিল্পী। সঙ্গী তখন ছিল ঢাকা-ঢোল। হাতে ছিল তলোয়ার। গানের সঙ্গে চলতে থাকে আকর্ষণীয় ডিসপ্লে।
স্মৃতিচারণের এই পর্যায়ে ঘুরে ফিরে এলো আগের কয়েকটি আসরের থিম সংয়ের অংশবিশেষ। ১৯৯৮ বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে পুয়ের্তোরিকান গায়ক রিকি মার্টিনের ‘আলে! আলে! আলে!’ গান মনে করিয়ে দিলেন কাতার বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানের পারফরমাররা। এরপরই ২০১০ বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটিও পারফর্ম করা হয়। এ ছাড়াও ২০১৪ বিশ্বকাপে পিটবুল, জেনিফার লোপেজের গাওয়া ‘ওলে ওলা’ গানও পারফর্ম করা হয়। এসময় ড্রামের আওয়াজ ও নৃত্যের ঝংকারে কেঁপে ওঠে আল বাইত স্টেডিয়াম। অংশগ্রহনকারী ৩২টি দেশের পতাকা ও জার্সি পরে নৃত্যরত পারফরমাররা মুগ্ধ করে রাখে দর্শকদের।
এর পরপরই মঞ্চে ওঠেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। কাতার বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়েছেন তিনি। বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রথম কোরিয়ান হিসেবে পারফর্ম করলেন জাংকুক। পরে ড্রিমারস গানে তার সঙ্গে সুর মেলান কাতারের গায়ক ফাহাদ আল কুবাইশি। তাদের সুরের ঝড় তোলার সময় কাতার বিশ্বকাপের মাসকট লা’ইবও পারফর্ম করে মঞ্চে। ফিফার ভাষায় মাসকট-ভার্স নামের অন্য এক জগৎ থেকে এসেছে আমুদে স্বভাবের উড়ন্ত ‘লা’য়িব’। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বজুড়ে ফুটবলপাগল সবার জন্য সমান সুযোগের বার্তা দিয়ে দিয়েছে আরবের ঐতিহ্যবাহী পোশাক পরা এই মাসকট। এসময় আল বাইত স্টেডিয়ামে ফিরে এসেছিল আগের বিশ্বকাপগুলোর মাসকটও। এক মঞ্চে উপস্থিতি জানিয়ে গেছে জাভাবিকা, ফুলেকো, জাকুমিরা।
আয়োজনের সমাপ্তি টানেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উদ্ধোধনী ভাষণে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘মানুষে মানুষে বিভেদ ভুলে এই ঐক্য দেখতে কী দারুণ লাগছে! বিশ্বকে দোহায় স্বাগতম!’ এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে ৪৫ মিনিটের এই উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি টানেন কাতারের এক কর্মকর্তা। পর্দা উঠল কাতার বিশ্বকাপের। এরপর পরই এই ভেন্যুতেই মাঠে গড়ায় ফুটবলও। প্রাণবন্ত এক লড়াইয়ে আয়োজক কাতারকে ২-০ গোলে হারায় লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। এই লড়াই কাতারের আটটি শহরে চলতে থাকবে ২৯ দিন ব্যাপী। যেখানে আরো ৩০টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে একটি ট্রফির জন্য। বিশ্বকাপ বলে কথা!

মরুর বুকে প্রথম বিশ্বকাপে প্রথম গোল ভালেন্সিয়ার
ইতিহাস বদলে দিল কাতার
স্পোর্টস ডেস্ক : একটু আগেই যেখানে মনোমুগ্ধকর এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ উদ্বেলিত করেছে, মাত্র আধঘণ্টার ব্যবধানে সেখানেই লজ্জার এক ইতিহাসের সাক্ষী হতে হলো কাতারকে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে উদ্বোধনী ম্যাচে হারল কোনো স্বাগতিক দেশ! গতকাল আল বাইত স্টেডিয়ামে কাতার হেরে গেছে ২-০ গোলে। তাতে মরূর বুকে প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথমার্ধেই ১৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইতিহাসে নাম লিখিয়ে নেন ইকুয়েডর অধিনায়ক এনের ভ্যালেন্সিয়া। জয়ের হাসিতে পথচলা শুরু হলো লাতিন আমেরিকার দেশটির।
আল বাইত স্টেডিয়ামে এদিন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে গড়ায় ফুটবলের লড়াই। আল খোরের ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে এদিন অনুমিতভাবেই কাতারি সমর্থকদের আধিক্য। স্টেডিয়াম ভর্তি সমর্থকদের সামনে বিশ্বকাপে অভিষেক, কিছুটা যেন স্নায়ুর চাপ পেয়ে বসল কাতারকে। তাদের আরো ভড়কে দিয়ে বিশ্বকাপ শুরুর তৃতীয় মিনিটেই জালে বল পাঠিয়ে তাদের বিহ্বল করে দেয় ইকুয়েডর। এসময় সতীর্থের দারুণ অ্যাক্রোবেটিক পাস পেয়ে গোলমুখ থেকে হেডে জালে বল পাঠান ভালেন্সিয়া। তবে রেফারি ভিএআরের সহায়তা নিয়ে অফসাইডের বাঁশি বাজালে খাড়ায় সে যাত্রায় বেঁচে যায় কাতার।
তবে লাতিন আমেরিকার দেশটিকে খুব বেশিক্ষণ আটকে রাখতে পারেনি স্বাগতিক শিবির। ষোড়শ মিনিটে সেই ভালেন্সিয়াই এগিয়ে দেন দলকে। একের পর এক আক্রমণে প্রবল চাপ ধরে রাখে একুয়েডর। তেমনই এক আক্রমণে ডি-বক্সে ঢুকে পড়েন ভালেন্সিয়া। তাকে গোলরক্ষক সাদ আল শিয়েব ফেলে দিলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাশি বাঁজান রেফারি। নিখুঁত শটে বল জালে পাঠান ফেনেরবাখের ফরোয়ার্ড ভালেন্সিয়া। আগেই উল্টোদিকে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক কোনো সুযোগই পাননি। আসরের প্রথম গোল করে ইতিহাসের পাতায় চিরস্থায়ী জায়গা করে নেন ভালেন্সিয়া। উল্টো তাকে অবৈধভাবে বাধা দিয়ে আসরের প্রথম হলুদ কার্ডটি নিজের খাতায় তুলে নেন কাতার গোলরক্ষক শিয়েব।
৩১তম মিনিটে আবারও ভালেন্সিয়ার দারুণ হেড এবং কাতালের জালে বল। এবার ঠিকই বাজে গোলের বাঁশি। ডান দিক থেকে সতীর্থ ডিফেন্ডার আনহেলো প্রেসিয়াদোর দারুণ ক্রস দূরের পোস্টে পেয়ে লাফিয়ে নেওয়া হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভালেন্সিয়া। বিরতির বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কাতার। ডি-বক্সের ৬ গজের মধ্যে ডান দিক থেকে আসা সতীর্থের ক্রসে মাথা ছোঁয়ালেও যথেষ্ট জোর দিতে পারেননি আলমোয়েজ আলী। বল তার মাথা ছুঁয়ে চলে যায় বাইরে। কাতারের ফুটবল গল্প ঐ পর্যন্তই। বাকিটা সময় শত চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি দু’দলের কেউই।

আজকের খেলা
ইংল্যান্ড-ইরান, সন্ধ্যা ৭টা
সেনেগাল-নেদারল্যান্ডস, রাত ১০টা
যুক্তরাষ্ট্র-ওয়েলস, রাত ১টা
সরাসরি : বিটিভি/টি স্পোর্টস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Mehedi Hasan ২১ নভেম্বর, ২০২২, ৮:০৬ এএম says : 0
সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক ইসলামের শান্তির বানি।
Total Reply(0)
Shofiq Mahmud ২১ নভেম্বর, ২০২২, ৮:০৭ এএম says : 0
Obviously, I am proud of being a Muslim.
Total Reply(0)
Md Musa ২১ নভেম্বর, ২০২২, ৮:০৭ এএম says : 0
ফিফার সভাপতি ঠিক কথাই বলেছেন। অনৈতিক কর্মকান্ড পরিবেশ নষ্ট করা যাবে না বলেই ওরা বিতর্ক তৈরি করে যাচ্ছে
Total Reply(0)
Salim Shah Alam ২১ নভেম্বর, ২০২২, ৮:০৭ এএম says : 0
খুব সুন্দর আয়োজন বলাযায় ইতিহাসের সেরা।
Total Reply(0)
Riaz Uddin Tutul ২১ নভেম্বর, ২০২২, ৮:০৬ এএম says : 0
নতুন ইতিহাস, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ্
Total Reply(0)
Najmul Karim Chowdhury ২১ নভেম্বর, ২০২২, ৮:০৯ এএম says : 0
সব তর্ক বিতর্ক শেষে আমরা আসলেই যে এই গৃহের একজন মানুষ,, আর আমরা সবাই শান্তিকামী
Total Reply(0)
Najmul Karim Chowdhury ২১ নভেম্বর, ২০২২, ৮:০৯ এএম says : 0
সব তর্ক বিতর্ক শেষে আমরা আসলেই যে এই গৃহের একজন মানুষ,, আর আমরা সবাই শান্তিকামী
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন